ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ ডাকাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, কয়েকজন ডাকাত রাম দা হাতে নিয়ে একটি প্রাইভেটকার থামানোর চেষ্টা করে। ঘটনাটি ঘটে মঙ্গলবার (৬ মে) রাত আনুমানিক ২টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ওমপাড়া এলাকায়।
ভয়াবহ এই ঘটনার সময় গাড়ির ড্যাশবোর্ড ক্যামেরায় পুরো ঘটনাটি ধারণ হয়ে যায়, যা পরে মঙ্গলবার বিকেল থেকেই ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা সৃষ্টি করে। ভিডিওতে দেখা যায়, হাফপ্যান্ট পরিহিত ছয়জন ডাকাত এক্সপ্রেসওয়ের ওপর ফাঁদ পেতে গাড়ি থামানোর চেষ্টা করে। গাড়ি কাছে আসতেই তারা রাম দা হাতে তেড়ে আসে। তবে চালকের দ্রুত প্রতিক্রিয়া এবং দক্ষতায় গাড়িটি সেখান থেকে দ্রুত সরিয়ে নেওয়া সম্ভব হয়, ফলে যাত্রীরা রক্ষা পান। ডাকাতরা গাড়িটিকে থামাতে ব্যর্থ হয়ে একপর্যায়ে একটি রাম দা গাড়ির দিকে ছুঁড়ে মারে।
এ ঘটনায় মুন্সীগঞ্জ গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল জানান, পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে। আজ বুধবার (৭ মে) বিকেল ৪টায় মুন্সীগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ঘটনার বিস্তারিত জানানো হবে।
তিনি আরও জানান, ডাকাতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

শ্রীনগর প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ৭ মে, ২০২৫ । ৪:১২ অপরাহ্ণ