
১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে মুন্সীগঞ্জের লৌহজংয়ে সমাবেশ করছে বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে উপজেলার কুমারভোগ এলাকারপুরাতন ফেরীঘটের সামনের সড়কে অস্থায়ী মঞ্চে শুরু হয়েছে বিক্ষোভ সমাবেশ।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকাল ৪টায় আনুষ্ঠানিকভাবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। সরেজমিন দেখা গেছে, সমাবেশেঅংশ নিতে জেলা ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা খণ্ডখণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন।
এগারো দফা দাবীর মধ্যে রয়েছে শিমুলিয়া ঘাটে একটি আন্তর্জাতিকমানের ইনল্যান্ড কনটেইনার পোর্ট নির্মাণ, গ্রাম জনপদ রক্ষায় নদীশাসনের ব্যবস্থা, শিমুলিয়া ঘাট ঘেষে পদ্মার পাড় দিয়ে মুন্সিগঞ্জ পর্যন্ত পাকা সড়ক নির্মাণ করে ইকো ট্যুরিজমের ব্যবস্থা করা, চিকিৎসা গ্রহণেবিদেশ নির্ভরতা দুর করতে পদ্মা সেতুর উত্তর প্রান্তে এয়ার এ্যম্বুলেন্স ওঠা নামার সুযোগসম্বলিত আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ, বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে দক্ষ জনশক্তি প্রেরণের উদ্দেশ্যে বহুমাত্রিক আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ইন্সটিটিউট তৈরী, সারা দেশে অবৈধবালু উত্তোলন বন্ধে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ ও অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত বলগেট, কাটার ইত্যাদি জব্দ এবং বালু দস্যুদের বিরুদ্ধেদ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা। শিমুলিয়া ঘাটে ইজারাদারের অবৈধ চাঁদাবাজি বন্ধ করা, শিমুলিয়া ঘাটে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকেঅবৈধ টোল আদায় বন্ধ করা, নেশাদ্রব্য ও মাদক বেচাকিনির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে১০০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালে রূপান্তর করা এবং প্রয়োজনীয় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সরঞ্জাম সরবরাহ করা, লৌহজংউপজেলায় রাস্তাঘাট গ্রামীণ অবকাঠামো নির্মাণ ও সংস্কারে স্বচ্ছতা প্রতিষ্ঠায় ও আর্থিক দুর্নীতি রোধ করতে স্থানীয় গণ্যমান্য নাগরিকদেরপ্রকল্পে সম্পৃক্ত করা।