
মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিয়ের প্রলোভনে যুবতীকে ধর্ষণের অভিযোগে মো. আবির শেখ ওরফে আফ্রিদি (২০) নামের এক যুবককে গ্রেফতারকরেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামী মো. আবির শেখ ওরফে আফ্রিদি তিনি উপজেলার পূর্ব বুরদিয়া গ্রামের মো. আরিফ শেখের ছেলে।
আজ রবিবার (২০ এপ্রিল) সকালে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ জানান, গত ১৭ এপ্রিল রাত ১১টার সময় উপজেলা নুরপুর সাকিনস্থআসামীর বন্ধু জীবনের বসত ঘরে ভিকটিম জান্নাতকে (১৮), আসামী আবির শেখ ওরফে আফ্রিদি বিয়ের প্রলোভনে জোরপূর্বক ধর্ষণ করে।এই সংক্রান্তে ভিকটিমের মা থানায় অভিযোগ করিলে নিয়মিত মামলা রুজু করা হয়। মামলা রুজুর দ্রুত সময়ের মধ্যেই আসামীকে গ্রেপ্তারপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে৷