
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ী চৌরাস্তায় ট্রাফিক পুলিশের উপস্থিতিতেই প্রকাশ্যে চলছে চাঁদাবাজি। দীর্ঘদিন ধরে একটি চক্র প্রকাশ্য যানবাহন থেকে টাকা আদায় করে যাচ্ছে। পুলিশ যেন নীরব দর্শকের ভূমিকা পালন করছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছনবাড়ী চৌরাস্তায় প্রতিদিন শতাধিক গাড়ি চলাচল করে। সেই সুযোগেই একদল চাঁদাবাজ সেখান থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে। ট্রাফিক পুলিশের উপস্থিতিতেই এই ঘটনা ঘটে চলেছে। ক্যামেরা বা সংবাদকর্মীর উপস্থিতি টের পেলে চক্রটি দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, পুলিশ এসব দেখেও না দেখার ভান করছে। কোন অদৃশ্য সমঝোতার কারণে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে?
এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ (বিপিএম) বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখব এবং আইনগত ব্যবস্থা নেব।’