ওয়াকফ বিলের প্রতিবাদে উত্তপ্ত পশ্চিমবঙ্গ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫ । ১:৪৫ পূর্বাহ্ণ

ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলা বিশেষত ভাঙড়ে তীব্র প্রতিবাদ দেখা গেছে। 

সোমবার (১৪ এপ্রিল) কলকাতার রামলীলা ময়দানে প্রতিবাদ কর্মসূচি চলছিল, যেখানে আইএসএফ কর্মীরা যোগ দিতে যাচ্ছিলেন। তবে বাসন্তী হাইওয়ের বৈরামপুর এলাকায় পুলিশের বাধার মুখে পড়েন তারা, যা এক পর্যায়ে রাস্তা অবরোধ এবং বিক্ষোভের সৃষ্টি করে।

প্রতিবাদকারীরা কলকাতা পুলিশের অন্তত পাঁচটি বাইকে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ উঠেছে। পুলিশের গাড়ির কাচ ভাঙা হয় এবং পুলিশের প্রিজন ভ্যানও ভাঙচুর করা হয়।

গত কয়েক দিন ধরে মুর্শিদাবাদে ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে প্রতিবাদ-মিছিল অনুষ্ঠিত হচ্ছে। ভাঙড়ের ভোজেরহাটে সকাল থেকে তিন রাস্তার মোড়ে গার্ডরেল দিয়ে প্রতিবাদকারীদের আটকে দেওয়ার চেষ্টা করে পুলিশ, যার ফলে পুলিশ ও আইএসএফ কর্মীদের মধ্যে ধস্তাধস্তি হয়।

প্রতিবাদকারীরা গার্ডরেল ভাঙার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং পরে সেখানে পথ অবরোধ শুরু হয়।

এ ঘটনায় বাসন্তী হাইওয়েতে যানজট সৃষ্টি হয় এবং পুলিশ মাইকিং করে বিক্ষোভকারীদের রাস্তা খালি করতে অনুরোধ করে, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

  কপিরাইট © আমার বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন