
পহেলা বৈশাখ-১৪৩২ বঙ্গাব্দ। এই দিনে বাঙ্গালীর প্রাণের উৎসব আয়োজনের মাধ্যমে পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ এর আয়োজনে বর্ষবরণ, আনন্দ শোভাযাত্রা এবং লোকজ মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মান্যবর পুলিশ সুপার, মুন্সীগঞ্জ জনাব মুহম্মদ শামসুল আলম সরকার।
বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাটি জেলা কালেক্টরেট মাঠ থেকে শুরু করে মুন্সীগঞ্জ সদর থানা রোড এবং সুপার মার্কেট হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। এতে যোগ দেন মুন্সীগঞ্জ পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগন। শোভাযাত্রায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বাঙ্গালির ঐতিহ্যকে তুলে ধরেন।
এবারের বর্ষবরণ অনুষ্ঠানকে নির্বিঘ্ন করতে মুন্সীগঞ্জের সকল থানায় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোন অপ্রীতিকর ঘটনাকে এড়াতে জেলা পুলিশের প্রতিটি ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে।