
মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে সপ্তম শ্রেণির ছাত্রী কে পালা করে ধর্ষণের ঘটনায় প্রধান আসামী নয়ন মোল্লা(২০) কে গ্রেফতার করেছে টংগিবাড়ী থানা পুলিশ।
টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহিদুল ইসলাম জানান, উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির পড়ুয়া ছাত্রীর সাথে একই এলাকার নয়ন মোল্লা নামের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিলো। সে সূত্র ধরে গত ২৮ মার্চ রাত আটটার দিকে বন্ধুর বাড়িতে নিয়ে প্রেমিকা কে ধর্ষণ করে নয়ন। এসময় পরিকল্পিত ভাবেই নয়নের আরও চার বন্ধু ভিডিও ধারণ করে রাখে এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগ এর মাধ্যমে ভিডিও ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই চার বন্ধুও ছাত্রীকে ধর্ষণ করে। পরবর্তীতে ১২ এপ্রিল ধর্ষকরা ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে ভিক্টিমের বাবা টংগিবাড়ী থানায় অভিযোগ করে। পরে এ ঘটনায় নয়নকে গ্রেফতার করে আর বাকিদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে বলে জানান ওসি।