ই*সরাইলি আগ্রাসনের বিরুদ্ধে শ্রীনগরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মোঃ আসাদুজ্জামান
প্রকাশের সময়: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫ । ১:০১ অপরাহ্ণ

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনী মুসলিমদের পক্ষে ৯ এপ্রিল মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার উত্তর কামারগাও এ মানববন্ধন ওবিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।বেলা ১১ টার দিকে দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে, মসজিদুল আকসা পুনরুদ্ধারে ও মাজলুমফিলিস্তিনিদের উপর হত্যা ও নির্যাতনের প্রতিবাদে।কামারগাও আল–আমিন ইসলামিয়া আলিম মাদরাসার উদ্যোগে এতে অংশগ্রহণ করেআলেমন নেছা প্রিপারেটরী এন্ড হাই স্কুল এর ছাত্র ছাত্রী।

এ সময় শিক্ষার্থীদের সাথে আন্দোলনে বিক্ষোভ মিছিলে যোগ দেন সাধারণ মানুষ।বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষআবুল খায়ের,আলেমন নেছা প্রিপারেটরী এন্ড হাই স্কুল এর অধ্যক্ষ ইউসুফ রানা, প্রভাষক সাইখ মোঃ আরিফ বিল্লাহ,মাওঃ রিয়াজুলইসলাম,মোশতারি আহমেদ,এ জে এম, মতিউর রহমান, আলেমন নেছা প্রিপারেটরী এন্ড হাই স্কুল এর প্রধান সহকারী শিক্ষক শফিকুররহমান,সহকারী শিক্ষক জসিমউদদীন, মাও নজরুল ইসলাম,রিফাত আহমেদ,  আন্দোলনকারীদের সকলের দাবী ইসরায়েলি আগ্রাসনবন্ধ করার দাবী জানিয়ে বলেন ফিলিস্তিন মুসলিম সম্প্রদায়কে শান্তিপূর্ণভাবে বসবাস করার সুযোগ দিতে হবে। ফিলিস্তিনবাসী শান্তিতেবসবাস করা তাদের অধিকার। মুসলিম ভাইদের প্রতিবাদ স্বরুপ তাদের সকল পণ্য বর্জন করার ও আহবান জানান।

  কপিরাইট © আমার বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন