
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে আগুনে ৪টি ঘর পুড়ে ছাই ক্ষতির পরিমাণ প্রায় ৭ লক্ষ টাকা ।
ঘটনাটি ঘটেছে উপজেলার কামারখাড়া ইউনিয়নের ধুপড়াবাসা গ্রামে । মঙ্গলবার রাত ৮ টার সময় বসত ঘরের পশ্চিম পাশে একটি ঘরে আগুনের সূত্রপাত ঘটে । মুহত্তের মধ্যে পাশের ৩টি ঘরে আগুন ছড়িয়ে পরে, এলাকাবাসী ১ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে । টঙ্গিবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়নের ধোপড়াবাসা গ্রামের মালেক শিকদার জানান, কিভাবে আগুন লেগেছে তা সঠিক ভাবে বলতে পারছিনা । আমার ছোট ভাই মতি শিকদারের ঘরে রাত ৮টার সময় আগুন দেখতে পেয়ে আমাদের আত্মচিৎকারে এলাকার মানুষ ছুটে আসে, মুহত্তের মধ্যে ৪টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় । ঘরের আসবাপত্র ও নগদ টাকা সহ মোট প্রায় ৭লহ্ম টাকা ক্ষতি হয়েছে ।
ঘরে আগুনের অবস্থা দেখে আমার ভাই মতির শিকদার অজ্ঞান হয়ে পড়ে, বর্তমানে আমার ভাই ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে । বর্তমানে মতি শিকদার ও তার ভাই মালেক শিকদারের পরিবারের লোকজন খোলা আকাশের নিচে বসবাস করছে । স্থানীয় রুহুল মিয়া জানান, এরকম হৃদয় বিদারক ঘটনা এই গ্রামে আর কখনো হয়নি ।