
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালিমান্দ্রা বেদে পল্লী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অন্যতম হটস্পট হিসেবে পরিচিত ছিল।
প্রশাসনের একাধিক মাদকবিরোধী অভিযান সত্ত্বেও সেখানে মাদক কেনাবেচা এবং সেবনের অবাধ সুযোগ ছিল। মাদক ব্যবসায়ীরা ছোট ছোট তাবু তৈরি করে সেবনকারীদের জন্য বিশেষ ব্যবস্থা রেখেছিল, যেখানে বিভিন্ন জেলা থেকে আসা মাদকসেবীরা নির্বিঘ্নে মাদক সেবন করে চলে যেত।
এছাড়াও, সেখানে একটি বড় সমস্যা ছিল চুরি, ডাকাতি ও ছিনতাই হওয়া মালামাল কেনাবেচার চক্র। অপরাধীরা লুট করা মালামাল মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করত এবং বিনিময়ে নগদ অর্থ বা মাদকদ্রব্য গ্রহণ করত। ফলে এলাকাটি অপরাধপ্রবণ হয়ে উঠেছিল।
তবে, সম্প্রতি প্রশাসনের কঠোর উদ্যোগে এই অপরাধের শিকড় নাড়িয়ে দেওয়া হয়েছে। গত সপ্তাহে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নেছার উদ্দিনের নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ১৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেেন এবং বিপুল পরিমাণে বিভিন্ন নিষিদ্ধ মাদক দ্রব্য উদ্ধার করা হয়।
এই অভিযানের পর সচেতন নাগরিকরা আরও সক্রিয় হয়ে ওঠেন। বৃহস্পতিবার দুপুরে তারা মাদকের বিরুদ্ধে কঠোর আন্দোলনের ঘোষণা দেন এবং প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করেন।
তারা মাদক সেবনের কয়েকটি তাবু ও আস্তানা ভরিয়ে দেয় এবং প্রমাণ করেছেন, মাদকের বিরুদ্ধে লড়াই শুধু আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নয়, বরং প্রতিটি সচেতন মানুষের কর্তব্য।
এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। মাদকমুক্ত সমাজ গঠনে তাদের এ প্রয়াস অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। যদি সবাই একসঙ্গে কাজ করে, তবে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব।