
সংবাদ প্রকাশের পর মুন্সীগঞ্জের শ্রীনগরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ ড্রেজার উচ্ছেদসহ এক ড্রেজার ব্যবসায়ীকে লক্ষ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলায় রাঢ়ীখাল ইউনিয়নের দামলা, তিন দোকান,কবুতরখোলা ও ছনবাড়ী আন্ডারপাস এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হাবিব।
এসময় কৃষি জমি ড্রেজার দিয়ে অবৈধভাবে ভরাট রোধে রাঢ়ীখাল ইউনিয়নের কবুতরখোলা ও তিনদোকান এলাকায় প্রায় ২ কিলোমিটার পাইপলাইনসহ পাটাভোগ, সিংপাড়া ও বীরতারা ইউনিয়নের ৪ টি স্থানের ড্রেজার ও পাইপলাইন
অপসারণ করেন এবং অবৈধ ড্রেজার ব্যবসায়ী রাঢ়ীখাল ইউনিয়ন ছাত্রলীগ নেতা রোকনকে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে নগদ এক লক্ষ টাকা ও ড্রাইভিং লাইসেন্স এবং ট্যাক্স টোকেন না থাকা ও অবৈধভাবে পার্ক করে যাত্রী উঠানো সড়ক পরিবহন আইনে ৫ টি মামলায় আরো মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও শ্রীনগর থানা পুলিশ উপস্থিত ছিলেন।
শ্রীনগর সহকারী কমিশনার (ভুমি) মোঃ জুবায়ের হাবিব জানান, নিয়মিত এ ধরনে অভিযান অব্যাহত থাকবে।