
মুন্সীগঞ্জের শ্রীনগরে দুই কেজি গাঁজাসহ সোহেল মিয়া(৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার বিকেলে উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের বালাশুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে শ্রীনগর থানা পুলিশ।
গ্রেফতারকৃত সোহেল মিয়া ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শিবপুর এলাকার
মৃত কোহিনুর শেখের ছেলে। সে বালাশুর বাজার এলাকায় ভাসমান অবস্থায় বসবাস করে আসছে।
পুলিশ সুত্রে জানা যায়, শ্রীনগর থানার এসআই সালমান ও মোহাম্মদ বিন আসাদ সঙ্গীয় ফোর্সসহ রাঢ়ীখাল এলাকায় অভিযান পরিচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে বালাশুর বাজার এলাকা থেকে সোহেল মিয়াকে গ্রেফতার করেন। পরে উপস্থিত লোকজনদের সামনে তার দখলে হতে দুই কেজি গাঁজা পেয়ে জব্দ করেন।
শ্রীনগর থানার এস আই সালমান বলেন, ধৃত মাদক কারবারির বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রেকর্ডের পর কোর্টে চালান করা হবে।