
মুন্সীগঞ্জের শ্রীনগরে পৃথক স্থানে বালুভর্তি ডাম্প ট্রাক ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে প্রদীপ বায়ান (৪০) ও রবিন (২৫) নামে ২ জন গুরুত্বর আহত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর আড়াইটা ও পৌণে ৩টার দিকে শ্রীনগর উপজেলার তিনগাঁও এলাকার কেসি রোড ও শ্রীনগর বারুলীবাগ এলাকায় দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করলে আহতদের অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার্ড করেন। আহত অটো চালক প্রদীপ বায়ান উপজেলার বীরতারা এলাকার হরি বায়ানের ছেলে এবং রবিন ধাইসার এলাকার রহিম বাবুর্চির ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনগাঁও এলাকার কেসি রোড়ে সিংপাড়াগামী অবৈধ বালুভর্তি ডাম্প ট্রাক চালক বেপরোয়া গতিতে ডাম্প ট্রাক চালিয়ে অটো রিক্সাকে মুখোমুখি ধাক্কা দিলে অটো চালক প্রদীপ বায়ান গুরুত্বর আহত হয় এবং অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। অপর দিকে শ্রীনগর বারুলীবাগ এলাকায় দুই অটো রিক্সার সংঘর্ষে রবিন গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।