
শ্রীনগরে গত কাল ইফতারের পর থেকেই আগুন দিয়ে বৈদ্যুতিক তার পোড়ানো শুরু করে। এতে আশপাশের এলাকাবাসীসহ, কয়েকটি গাছ ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয়েছে।
গতকাল যোহর নামাজের পর থেকেই শ্রীনগর দামলা ওয়াসা রোডের একটি ৫ টনের ট্রাক দেখতে পায়, এলাকাবাসী। কয়েক ঘন্টা অবস্থান করার পরে তারা ইফতারের পরপরেই তারগুলোতে আগুন জ্বালিয়ে তারের প্যাস্টিক কভার পুড়িয়ে সিলভার বের করার কার্যকম শুরু করে।
এতে আশপাশের বাড়িগুলোতে আতংক ছড়িয়ে পরে। রাত সাড়ে ১২টা লাগাত পুলিশের বিশেষ টিম খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেশিও অস্ত্রসহ, সকল অবৈধ জিনিসপত্র জব্দ করে পুলিশ।
এলাকাবাসীর মনে প্রশ্ন, এই দামলা টু কোলাপাড়া ওয়াসা রোডে কোনো ধরনের গাড়ী চলাচলের জন্য কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়ে প্রবেশ করতে হয়। এলাকাবাসী আরো জানায়, আমাদের আত্মীয়-স্বজনরা মৃত্যুবরন করলে তাদের ফ্রিজিং এ্যাম্বুলেন্স প্রবেশে ওয়াসার কর্তৃপক্ষের অনুমতি ছাড়া প্রবেশ করা যায় না। তাহলে ৫ টনের একটি অবৈধ ট্রাক এমন জায়গায় কিভাবে প্রবেশ করে? তাহলে কি ওয়াসার কর্মকর্তারা এমন কাজের সাথে জরিত। এলাকাবাসী এ বিষয়ে খুবই চিন্তায় ও আতংকে।