
মুন্সিগঞ্জ (লৌহজং): বাংলাদেশ জামায়াতে ইসলামী মেদিনীমণ্ডল ইউনিয়ন শাখার আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৩ মার্চ বৃহস্পতিবার মুন্সিগঞ্জ লৌহজং উপজেলার যসলদিয়া তালীমুল কোরআন মডেল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পদ্মা সেতু উত্তর থানা শাখার সভাপতি মুফতি এস এম আনোয়ার হোসাইন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সিগঞ্জ ২ (লৌহজং – টঙ্গীবাড়ী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক মুন্সিগঞ্জ জেলা আমীর অধ্যাপক এবিএম ফজলুল করিম ।
উক্ত অনুষ্ঠানে মেদিনীমণ্ডল ইউনিয়ন জামায়াতে ইসলামী ও তার সকল বিভাগের নেতৃবৃন্দসহ জেলা ও উপজেলার জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনসাধাররণ উপস্থিত ছিলেন।