
দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ,অনলাইন হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মুন্সিগঞ্জের শ্রীনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১২ মার্চ দুপুর ১২ টার সময় শ্রীনগর সরকারি কলেজের থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শ্রীনগর প্রেসক্লাবের সামনে এসে মিছিলটি শেষ হয় শ্রীনগর প্রেসক্লাবের সামনে উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে ছাত্রদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় তারা প্রশাসনকে উদ্দেশ্য করে ৭ দফা দাবি উপস্থাপন করে।
যার মধ্যে
১.দ্রুত ট্রাইবুনাল গঠন করে ধর্ষণের বিচার করতে হবে এবং এই ট্রাইবুনালের মেয়াদ হবে সর্বোচ্চ তিন মাস।
২. ধর্ষনের মামলায় অভিযুক্ত আসামি যদি প্রাথমিক স্বীকারোক্তিতে তার দোষ স্বীকার করে নেয় তাহলে সেই স্বীকারোক্তির ভিত্তিতে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে ১ মাসের মধ্যে।
৩. ভিকটিমের মেডিকেল চেক আপ থেকে শুরু করে সকল জিজ্ঞাসাবাদ সহ সব মহিলা ডাক্তার এবং মহিলা ম্যাজিস্ট্রেট ধারা করাতে হবে।
৪.ধর্ষকের ফ্যামিলি কে সমাজ থেকে বহিষ্কার করতে হবে।
৫.ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে কেউ কাউকে ফাঁসাতে চাইলে এবং তা প্রমাণিত হলে তাকে আইনি ভাবে কঠোর শাস্তির আওতায় আনতে হবে।। গ্রাম্য সালিস/বিচারের নামে ধর্ষণের ঘটনা ধামাচাপা, ভিকটিমকে দোষারোপ করার অপচেষ্টা করার চেষ্টা হলে জড়িতদেরও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
৬. সরকারিভাবে গণমাধ্যমের চ্যানেল গুলো তে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে ধর্ষণের ক্ষতিকর প্রভাব এবং ধর্ষণের শাস্তি সম্পর্কে সর্বোচ্চ প্রচার করতে হবে।।
৭.জেলাতে পুলিশের টহল, আনসার, গ্রাম পুলিশকে এক্টিভ করতে হবে এবং সেইসাথে জেলাকে সিসিটিভির আওতায় আনতে হবে।
তবে মানববন্ধনের ব্যানারে শ্রীনগর উপজেলা সর্বস্তরের জনগণ থাকলেও। এতে শ্রীনগর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রদের উপর প্রতিবেশী লক্ষ্য করা যায়।