
নির্বাচন কমিশনার মো: আনোয়ার ইসলাম সরকার বলছেন,স্থানীয় নির্বাচন করতে গেলে ১বছরের সময় প্রয়োজন, সেক্ষেত্রে ডিসেম্বরে জাতীয় নির্বাচন সম্ভব নয়, ডিসেম্বরে নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে।
আইনশৃংখলার পরিস্থিতি উন্নয়ন হচ্ছে, আগামী ২-৩মাসের মধ্যে আরো উন্নয়ন হবে। বুধবার বিকালে ভোটার তালিকা হালনাগাদ বিষয়ে মুন্সিগঞ্জে একমতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, ভোটার রেজিষ্ট্রেশনে আশাব্যঞ্জক ছাড়া পাচ্ছি, জনগন ভোট দিতে আগ্রহী বলেই। প্রধান উপদেষ্টা কিছুটা সংস্কার হলে ডিসেম্বরে অথবা বড় সংস্কার হলে জুনে নির্বাচনের কথা বলেছেন। তবে ডিসেম্বরকে সামনে রেখেই প্রস্তুতি চলছে।
মতবিনিময় সভায় মুন্সিগঞ্জ জেলা ফাতেমাতুল জান্নাতের সভাপতিত্বে পুলিশ সুপার শামসুল আলম সরকার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।