
মুন্সীগঞ্জ প্রতিনিধি: ২১ শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যথাযথ মর্যাদায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করলেন মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যান সমিতি।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২.০১ মিনিটে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন মুন্সীগঞ্জ জেলার সংবাদকর্মীদের কল্যানে গঠিত এই সংঠন।
শ্রীনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন। এর পর একে একে শ্রদ্ধা জানান উপজেলার বিভিন্ন দপ্তর, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক সংগঠন, সাংবাদিক সংগঠন ও সামাজিক সংগঠনগুলো।
এসময় উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) আহসান হাবিব, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ শাকিল আহম্মেদ, হাইওয়ে থানার ইনচার্জ, ফায়ার সার্ভিস ইনচার্জ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, মুক্তিযোদ্ধাগন, বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যান সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি মোঃ নজরুল ইসলাম, সহ-সভাপতি আবু নাসের লিমন, যুগ্ম সাধারন সম্পাদক রুবেল ইসলাম তাহমিদ, সাংগঠনিক সম্পাদক সুমন আহাম্মেদ, কোষাধ্যক্ষ মোঃ মিঠু তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক হামিদুল ইসলাম স্বপন, কার্যকরী সদস্য মোঃ তাইজুল ইসলাম বিদ্যুৎ।