
মুন্সিগঞ্জ শহর বন্ধুর থেকে দেখা করতে এসে থেকে নিখোঁজ হওয়া যুবক সাইফুল ইসলাম লিখনের(৩২) সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে স্বজন ও এলাকাবাসী।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জে প্রেসক্লাবের সামনে কামারখাড়া ইউনিয়বাসীর ব্যানারে ঘন্টাব্যাপি এমানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশনেয় নিখোঁজের স্বজন ও শতাধিক এলাকাবাসী।
মানববন্ধনকারীরা জানায়, গত ৬ফেব্রুয়ারী ঢাকা থেকে মুন্সীগঞ্জে শহরে ইসলামপুর বন্ধুর বন্ধুর সাথে দেখা করে আসে ৩২বছর বয়সী লিখন। এইদিন রাত ১১টা থেকে তার মোবাইল বন্ধ ও এরপর থেকে নানা ভাবে খোঁজেও গত ১সপ্তাহ ধরে নিখোজ সে। এঘটনায় থানায় সাধারণ ডাইরি করে পুলিশের স্বরণাপন্ন হলেও সন্ধান কাজে কোন অগ্রগতি নেই। এতে নানা শংকায় দিনকাটছে পরিবারের স্বজনের। দ্রুত লিখনের সন্ধান দিতে আইনশৃংখলা বাহিনীর জোরালো সহযোগিতা কামনা করে মানববন্ধন শেষ হয়।
এবিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, নিখোঁজ ব্যাক্তির সন্ধানে আমাদের পক্ষ থেকে সাধ্যমত তৎপরতা চলছে।
লিখন মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া এলাকার দুলাল হাওলাদারের ছেলে। নিখোঁজ ঘটনায় ৭ফেব্রুয়ারী মুন্সীগঞ্জ সদর থানায় সাধারণ ডাইরি করে লিখনে ভাই বাবু হাওলাদার।