
মোঃ তাইজুল ইসলাম বিদ্যুৎ (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:মুন্সীগঞ্জের সিরাজদিখানে অটোরিকশা চালক ও স্কুল ছাত্র রোমান শেখের (১৫) সন্ধানের দাবীতে পূর্ব ঘোষিত মানববন্ধন থেকে থানায় ও সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। বুধবার ১২ ফেব্রুয়ারী বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। এসময় থানার দরজা ও জানালা, আসবাবপত্র ও ৫ টি গাড়ী ভাংচুর করে।
স্থানীয়রা জানান সকালে সিরাজদিখান উপজেলা মোড়ে কোলা ইউনিয়নের সর্বস্তরের জনগনের ব্যানারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয়রা জড়ো হয়ে এ মানববন্ধন করে। মানববন্ধন শেষে মিছিল নিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীসহ স্থানীয়রা সিরাজদিখান থানায় ও সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে অতর্কিতে হামলা চালায়। এসময় ৫ টি গাড়ী, থানার ভেতর দরজা-জানালা ও আসবাবপত্র ভাংচুর করেছে।
এ বিষয়ে (সিরাজদিখান-টংগীবাড়ি) সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ন ম ইমরান খান বলেন, মানববন্ধন শেষ করে অতর্কিতে হামলা চালানো হয়। এসময় বেশ কিছু গাড়ী ও আসবাবপত্র ভাংচুর করা হয়। মানববন্ধনকারীরা ৩ দিনের আল্টিমেটাম দিয়েছে।
প্রসঙ্গতঃ জেলার সিরাজদিখান উপজেলার থৈরগাঁও গ্রামের মিরাজ শেখের ছেলে রোমান শেখ গত ২১ জানুয়ারী থেকে নিখোঁজ রয়েছে।