
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সম্পর্কে সমালোচনা করলেও, বিএনপি এই সরকারকে ব্যর্থ হতে দেবে না।
তিনি আরো জানান, বিএনপি সমালোচনার পাশাপাশি আলোচনা চালিয়ে যাবে, কারণ এটি একটি গণতান্ত্রিক চর্চা।
রিজভী বলেন, গণতন্ত্রের পক্ষে থাকার জন্য যে কোনো ভুল থেকে শিক্ষা নিতে হবে এবং স্বৈরাচারের পুনরাবৃত্তি হতে দেয়া যাবে না।
তিনি ভারতে শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যের প্রসঙ্গেও কথা বলেন এবং ভারতীয় গণমাধ্যম ও পলিসি মেকারদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের বিষয়ে ভারতীয় হস্তক্ষেপ নিন্দনীয়।
সবশেষে তিনি সতর্ক করে বলেন, গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার জন্য কোনো অন্যের হস্তক্ষেপ মেনে নেয়া হবে না।