
শ্রীনগর মুন্সীগঞ্জ প্রতিনিধি:মুন্সীগঞ্জের শ্রীনগরে পাটাভোগ ইউনিয়নের বিএনপির কার্যালয়ের মূল ফটোকে লেখা জয় বাংলা স্লোগান। শ্রীনগর ফেরিঘাটে অবস্থিত পাটাভোগ ইউনিয়নের বিএনপি কার্যালয়ের মূল ফোটোকে জয় বাংলা স্লোগান লেখা রয়েছে।
এই বিষয়ে পাটাভোগ ইউনিয়নের বিএনপির সভাপতি সিরাজুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসরা এখনো শ্রীনগরে অবাধে চলাফেরা করছে এটাই তার প্রমান। আওয়ামী লীগের দোসরা চাচ্ছে দেশে অরাজকতা সৃষ্টি করার সেই লক্ষ্যেই রাতের আঁধারে এমন নিকৃষ্ট এবং নেক্কার জনক ঘটনা তারা ঘটিয়েছে। তিনি আরো জানান এ বিষয়ে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক শাকিল আহমেদ এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান,
তারা একটি লিখিত অভিযোগ পেয়েছে, তার ভিত্তিতে তদন্ত চলছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।