শুক্রবার দিনব্যাপী তিনি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি গাদিঘাট, সেলামতি, পল্টন ও কয়কৃত্তন গ্রামের সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ঘরে ঘরে গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

দুপুরে মত্তগ্রাম এলাকায় আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ মো. আব্দুল্লাহ। সভায় তিনি বলেন, জনগণের অধিকার ফিরিয়ে আনতে এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিকে বিজয়ী করা প্রয়োজন। তিনি এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

এ সময় শ্যামসিদ্ধি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জালাল শিকদার এবং আওয়ামী লীগ নেতা আবুল হোসেন শিকদার আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। তাদের যোগদানে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করেন এবং এটিকে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ দিক বলে মনে করেন।

সভায় শ্রীনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বলেন, শেখ মো. আব্দুল্লাহ একজন জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থী, যিনি নির্বাচনে বিজয়ী হলে এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।