ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, আসছে ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ইসলামের পক্ষে একটি বাক্স, সেই বাক্সের নাম হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের বাক্স হাতপাখা।

বুধবার (২৮ জানুয়ারি) রাতে কুড়িগ্রামের উলিপুর পৌর শহরের বিজয়মঞ্চ চত্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনসভায় এসব কথা বলেন।

জনসভায় সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম আরও বলেন, বিএনপি ও জামায়াতের নেতৃত্বে যে জোট হয়েছে, তাদের ইশতেহারে ইসলামের কথা বলে নাই। জামায়াতের আমির পরিষ্কার বলেছেন- বর্তমান যে নীতি আদর্শ, যে আইন রয়েছে সেই আইনে দেশ চালাব। এ আইন তো আমরা ৫৪ বছর দেখেছি, এ আইনে হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে। এই আইনের মাধ্যমে হাজার হাজার বিলিয়ন টাকা বিদেশে পাচার হয়েছে। এই আইনের মাধ্যমে এ দেশে বসে বিদেশিদের গোলামি করছে। যারা আমরা দেশকে ভালোবাসি, যারা ইসলামকে ভালোবাসি দেশের কল্যাণ মুক্তি চাই সেটাই হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার আয়োজনে জনসভায় কুড়িগ্রাম-৩ আসনে দলটির প্রার্থী অধ্যাপক আক্কাছ আলী সরকারসহ জেলা ও উপজেলার নেতারা বক্তব্য রাখেন