ঢাকা-৪ আসনে নির্বাচনী প্রচারণায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীনের সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন জামায়াতের রুকন ও নারী নেত্রী কাজী মারিয়া ইসলাম বেবি।
বুধবার (২৮ জানুয়ারি) কদমতলীর ৫২ নম্বর ওয়ার্ডের ডিপটির গলির কাইল্লা পট্টিতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুর্বৃত্তরা জামায়াতের রুকন ও নারী নেত্রী কাজী মারিয়া ইসলাম বেবির মাথায় রামদা দিয়ে দিয়েছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। তার মাথায় চারটি সেলাই লেগেছে।
উল্লেখ্য, হামলার আগে ঢাকা-৪ আসনের বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিনের চাচাতো ভাই ও স্থানীয় যুবদল নেতা রমজানের নেতৃত্বে জামায়াতের নারী কর্মীদের পথরোধ করে গণসংযোগে বাধা দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।