শ্রীনগর(মুন্সিগঞ্জ)প্রতিনিধি: শ্রীনগরে ধানের শীষ বিজয়ের লক্ষে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ – ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো: আব্দুল্লাহ। ভাগ্যকুল ইউনিয়ন ৭,৮,৯ নং ওয়ার্ডের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার বাদ মাগরিব মান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। ভাগ্যকুল ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল আমিন খান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইউসুফ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মো: শহীদুল ইসলাম মৃধা। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য আব্দুল বাতেন খান শামিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান প্রমুখ।