মুন্সীগঞ্জ ১ আসনের বিএনপির প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ ই জানুয়ারী) সন্ধ্যায় কোলাপাড়া ইউনিয়ন বিএনপি উদ্যোগে কোলাপাড়া বাজার মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ ১ আসনের বিএনপির প্রার্থী শেখ মো: আব্দুল্লাহ। কোলাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম ফরিদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো: গোলাম মাওলা কায়েসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মো: শহীদুল ইসলাম মৃধা, মুন্সীগঞ্জ জেলার বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামিম, শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কানন,উপজেলা বিএনপির সহ-সভাপতি হুমায়ুন কবির, শ্রীনগর সরকারি কলেজের সাবেক ভিপি শহিদুল ইসলাম, মোঃ কামরুল ইসলাম প্রমুখ।