মুন্সিগঞ্জের শ্রীনগরে আজ (২৫ মে) থেকে শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি মেলা।ভূমি সেবা সহজীকরণে ডিজিটাল প্রযুক্তিস্লোগানে শ্রীনগর উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এই মেলার আয়োজন করাহয়েছে। মেলা উপলক্ষে আজ সকাল ১০টায় শ্রীনগর উপজেলা প্রশাসক মোঃ মহিন উদ্দিন প্রধান অতিথি হিসেবে মেলারউদ্বোধন করেন। উদ্বোধনের পর ভূমি অফিস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এরপরউপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সুবিধা নিয়ে মতবিনিময় সভাঅনুষ্ঠিত হয়।

মেলায় আগতরা হাতেকলমে শিখতে পারবেন কীভাবে অনলাইনে নিজের জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর পরিশোধ করাযায়, কীভাবে ঘরে বসেই নামজারি আবেদন করা যায়, পর্চা দাখিলা সংগ্রহের পদ্ধতি, এবং সরকারের অন্যান্যডিজিটাল ভূমি সেবা কীভাবে পাওয়া যাবে।

মেলায় স্থাপিত স্টলগুলোতে ভূমি উন্নয়ন কর্মকর্তাগণওয়ান স্টপ সার্ভিসপদ্ধতিতে সেবা প্রদান করছেন। এতে জমির মালিক সাধারণ জনগণ সরাসরি ভূমি বিষয়ক পরামর্শ সেবা পাচ্ছেন। এছাড়াও সরকারের ভূমি ব্যবস্থাপনায় চলমান ডিজিটালকার্যক্রম সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।

শ্রীনগর উপজেলা ভূমি অফিস চত্বরে অনুষ্ঠিত মেলায় আগামী দুই দিনেও বিভিন্ন সেবা প্রদান সচেতনতামূলক কার্যক্রমচলবে বলে জানিয়েছেন আয়োজকরা।