মুন্সিগঞ্জের স্থানীয় সংবাদভিত্তিক অনলাইন পত্রিকাআমার বিক্রমপুরে সম্পাদক শিহাব আহমেদের বিরুদ্ধে অপপ্রচারেরঅভিযোগ এনে পত্রিকাটি বন্ধের হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেয় মুন্সিগঞ্জের জুলাই শহিদ পরিবার আহত গেজেটেড জুলাই যোদ্ধাবৃন্দ।

এতে বিভিন্ন বয়সী অর্ধশতাধিক শিক্ষার্থী নারী পুরুষ অংশ নেন।

মানববন্ধনকারীরা বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সাংবাদিক শিহাব আহমেদকে রাজনৈতিকট্যাগ দিয়ে তার পেশাগত দায়িত্ব থেকে বিরত রাখার অপচেষ্টা করা হচ্ছে। জুলাই আন্দোলনে মুন্সিগঞ্জে জন সাংবাদিকমাঠপর্যায়ে সক্রিয় ছিলেন। তার মধ্যে শিহাব আহমেদ অন্যতম। বিগত ফ্যাসিস্ট আমলেও তিনি সকল অন্যায়ের বিরুদ্ধেলিখেছেন, এখনো সেই ধারাতেই আছেন। এতে অনেকের কাছে চক্ষুশুল হলেও জুলাই শহিদ পরিবার জুলাই যোদ্ধারা তারপাশে আছে।

এভাবে কারও ব্যক্তিগত চরিত্র হনন পেশাগত কাজে বলপ্রয়োগের চেষ্টা করা জুলাই চেতনার বিপরীত।‘ – মন্তব্য করেনমানববন্ধনকারীরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, গত বছরের আগস্ট ঢাকায় নিহত মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার ছাত্রদল নেতা মানিক মিয়াশারিক চৌধুরীর পিতা আনিস চৌধুরী, আগস্ট মুন্সিগঞ্জ শহরে শহিদ সজল মোল্লার ভাই সাইফুল ইসলাম মোল্লা, নুরমোহাম্মদ ওরফে ডিপজলের মা রুমা বেগম, নানী শেফালি বেগম, খালু মো. কামাল কাজী, রিয়াজুল ফরাজীর বড় মেয়ে রিয়ামনি। জুলাই যোদ্ধা মুক্তার হোসেন, নাজমুল হাসান শাওন, সীমান্ত হাসান প্রমুখ।

প্রসঙ্গত; গত ১৬ মে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনেমুন্সিগঞ্জের সর্বস্তরের জনগণব্যানারে মানববন্ধন কর্মসূচি থেকে সাংবাদিকশিহাব আহমেদকেফ্যাসিবাদের দোসরট্যাগ দিয়ে তার সম্পাদিত আমার বিক্রমপুর অনলাইন পত্রিকা বন্ধ করে দেয়ার দাবিতোলা হয়।