মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার স্যার জগদীশচন্দ্র বসু ইনিস্টিউট কলেজের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় কলেজের অবলা বসু অডিটোরিয়ামে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ নবগঠিত এডহক কমিটির সভাপতি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটিরসেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর মশাররফ আলী সপু।

কলেজের ভারপ্রাপ্ত সভাপতি রেহানা নাসরিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শিক্ষক সদস্য ফাহিমা বেগম, অভিভাবক সদস্যসোহেল লস্কর, সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, শ্রীনগর ইউনিয়ন পরিষদেরচেয়ারম্যান তাজুল ইসলাম, জেলা নারী শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক জসিম মোল্লা, সাংগঠনিক সম্পাদকমাহমুদ হাসান ফাহাদসহ অন্যান্যরা।