মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঘোলতলী বাজার এলাকায় একাধিকবার সতর্ক করার পরও অবৈধভাবে রাস্তার উপর বাসপার্কিংয়ের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শনিবার (১৮ মে) এই অভিযান পরিচালনা করেন লৌহজংউপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল্লাহ আল ইমরান।

অভিযান চলাকালে দণ্ডবিধি, ১৮৬০এর ২৯১ ধারায় পাঁচজনকে আটক করে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদানকরা হয়। অনাদায়ে তাদের (সাত) দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হলেও সকলেই জরিমানার টাকা পরিশোধ করায়কারো কারাদণ্ড কার্যকর হয়নি।

জরিমানাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন,মো. মাসুদ রানা, পিতারাজ্জাক বেপারী, গ্রামখেতেরপাড়া, লৌহজং।মো. শাকিল, পিতামো. আবু তাদের মোল্লা, গ্রামসুন্দিসার, লৌহজং।মো. সাদ্দাম, পিতামৃত তাহাজদ্দিন শেখ, গ্রামমশদগাঁও, লৌহজং।মো. হানিফ ঢালী, পিতাআয়নাল হক ঢালী, গ্রামগাওদিয়া, লৌহজং।মো. আউয়াল শেখ, পিতাহযরত আলী শেখ, গ্রামরোজদি, শ্রীনগর।

বিষয়ে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা নেছার উদ্দিন জানান, “তাদের পূর্বেও একাধিকবার সতর্ক করা হয়েছিল। তারাকর্ণপাত না করায় এবার প্রথমবারের মতো প্রতীকীভাবে সামান্য অর্থদণ্ড এবং অনাদায়ে দিনের কারাদণ্ডের ব্যবস্থা নেওয়াহয়েছে। তবে ভবিষ্যতে যদি তারা আবারও একই কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় প্রশাসনের এই পদক্ষেপে জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, জনদুর্ভোগ কমাতে সড়কশৃঙ্খলা বজায় রাখতে ধরনের অভিযান চলমান থাকবে।