১০ মে: ‘গণহত্যাকারী সংগঠনহিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা খুনিদের বিচার, সেই সঙ্গেজুলাই সনদবাস্তবায়নের দাবিতে আজ শনিবারছাত্র জনতা মাওয়া পয়েন্ট’-এর ব্যানারেপদ্মাসেতু ব্লকেডকর্মসূচি পালন করা হয়েছে।

বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে পদ্মা সেতু উত্তর থানা সংলগ্ন মুন্সিগঞ্জের লৌহজং প্রান্তে এই কর্মসূচি শুরু হয়।আন্দোলনকারীরা অন্তত মিনিট সড়কে যান চলাচল বন্ধ করে দেন। এরপর এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ মিছিল অবস্থানকর্মসূচি পালন করেন তারা। কর্মসূচি শেষে তারা সাংবাদিকদের সাথে কথা বলেন এবং দুপুর ১২টা ৪০  মিনিটে তারা স্থান ত্যাগকরেন।

আন্দোলনে নেতৃত্ব দেন আরাফাত প্রীতম, সুলেমান হোসেন, সিয়ান আহমেদ, ইমন মাহমুদ, জাকারিয়া রানা, মোহাম্মদফখরুল, শ্রাবণী আক্তার অবন্তিকা দাস। সময় ছাত্রদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি ছাত্রশিবিরের সদস্যরাওঅংশগ্রহণ করেন।

আন্দোলনকারীরা সরকারের প্রতি আওয়ামী লীগকে নিষিদ্ধ জুলাই সনদ বাস্তবায়নে স্পষ্ট রোড ম্যাপ ঘোষণার দাবিজানান।