মুন্সীগঞ্জের

শ্রীনগরে মামলা মোকদ্দমার জেরে প্রতিপক্ষের  হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুরসহ জনকে পিটিয়ে আহত করেছে।।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকের উপজেলার তন্তর ইউনিয়নের সোন্দারিয়া এলাকায় হামলার ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলথেকে ইউনিয়ন আওয়ামীগীগের সহসভাপতি  আঃ আজিজসহ ১০জন গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। এঘটনায় শাহ পরাণ মিয়ারনি বাদী হয়ে ইউনিয়ন আওয়ামীগীগের সহসভাপতি  আঃ আজিজ শিকদারকে প্রধান বিবাদী করে ২৪ জনের বিরুদ্ধে থানায় একটিলিখিত অভিযোগ করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে ভুক্তভোগী শাহ পরান মিয়া রনি একই এলাকার মাদকসেবী কাইয়ুমশিকদার,আনিস শিকদার,রেজুয়ান শিকদার,রানা শিকদার অনিক শিকদারদের

মাদক সেবনে বাধা দেয়া রনিকে হত্যার উদ্দেশ্য মারপিট করে এবং তার প্রাইভেটকার ভাংচুর করে। পরে ঘটনায় রনি বাদীয় থানায় একটিমামলা দায়ের করেন। মামলায় বিবাদীরা আদালত থেকে জামিনে এসে পুনরায় গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ইউনিয়নআওয়ামীগীগের সহসভাপতি  আঃ আজিজ শিকদারের নেতৃত্বে কাইয়ুম শিকদার,মজনু শিকদার,আনিস শিকদার,লাকী আক্তার,ফেন্সিবেগম,হাওয়া বেগম,রেজুয়ান শিকদার,লিফাজ

শিকদার,রানা শিকদার,অনিক শিকদার,বিল্লাল

শিকদারসহ ২৪২৫জন এবং আরো অজ্ঞাত নামা দেড়শ থেকে দুইশত জন বিবাদী হাতে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে রনির বাড়ী ঘরে হামলাচালিয়ে রনিসহ তার বড় ভাই শাহজালাল বন্ধু নাদিমকে হত্যার উদ্দেশ্য পিটিয়ে গুরুত্বর আহত করে। এক পর্যায়ে বিবাদীরা বসত ঘরে ঢুকেঘরে থাকা স্বর্ণালংকার নগদ টাকা লুট করে নিয়ে হত্যার হুমকি দিয়ে চলে যায়।

এব্যাপারে শ্রীনগর থানার এস আই হামজা বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন আনে এবং ঘটনাস্থল থেকে ১০জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।